এ কি! হাতেল ট্যাটুতে আঁকা ‘২:২০’!

কিন্ত ওটা কীসের সময়?

ট্যাটুতে ‘২:২০’ লিখে ঠিক কি বোঝাতে চেয়েছেন?

দেখুন, জীবন বদলে দেওয়া মুহূর্তের কথা জানালেন রিঙ্কু সিং….

আইপিএলে এখন যুব খেলোয়াড়দের বেশী গুণগান সোনা যাচ্ছে । তাঁদের মধ্যেই একজন হলেন কে কে আর দলের রিঙ্কু সিং ।

IPL হোক কিংবা এমনি কোনও টুর্নামেন্ট রিঙ্কুর ব্যাটিংয়ের দাপটে ভালো ভালো বোলারের ঘাম ছুটে যায়। একদমই সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা রিঙ্কুকে নিয়ে এখন সকলেই আলোচনা করেন।

এখন তিনি KKR সহ টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার। সম্প্রতি একটি পডকাস্ট-এ নিজের জীবনের একটি বড় তথ্য ফাঁস করেছেন, যা শুনে চমকে গিয়েছেন নেটিজনেরা ।

যারা এখন রিঙ্কু সিং-এর ভক্ত তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাঁর হাতের ট্যাটুটি। এই ট্যাটু নিয়ে সকলের অনেক কৌতূহল।

তাঁর ডান হাতে রয়েছে একটা বড়সড় ট্যাটু। যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। তবে এই ট্যাটুর আসল মানে কী তা জানলে হয়তো আপনিও অবাক হবেন। তাঁর হাতের ট্যাটুটি একটি ঘড়ির।

আর এই ঘড়িতে বাজে দুপুর ২:২০। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এরকম সময় তিনি কেন খোদাই করিয়েছেন ? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে ।

এই ট্যাটুর পেছনের আসল কারণ জানান রিঙ্কু নিজেই। এই স্টার ক্রিকেটার জানিয়েছেন, এই ২:২০ সময়টা তাঁর এবং তাঁর পরিবারের জীবন বদলে দিয়েছে।

স্মরণীয় করে রাখতে এই বিশেষ সময়টা তিনি নিজের হাতে আঁকিয়েছেন। তিনি বলেন, ‘আমি যখন কেকেআরের জন্য নির্বাচিত হয়েছিলাম, তখনই আমি এটা করেছিলাম। মনে আছে দুপুর ২টা ২০ মিনিট।

এরপর থেকে আমার পরিবারের জীবন বদলে যায়। আমার নিলাম ৮০ লক্ষ টাকায় হয়েছিল। সেই টাকায় আমার সংসারের সব ঝামেলা শেষ হয়ে যায়।

আমরা সব ঋণ শোধ করতে পারি এই টাকার জন্য। তখন থেকেই আমার এবং আমার পরিবারের জীবন বদলে যায়।’

ট্যাটুতে একটি গোলাপ এবং শান্তির প্রতীকের সাথে ‘পরিবার’ শব্দটিও লেখা রয়েছে রিঙ্কুর।

পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার জন্য রিঙ্কুর যাত্রা সহজ ছিল না।

নিজের ট্যাটু প্রসঙ্গে রিঙ্কু আরও বলেন, ‘আমি এখানে পরিবার শব্দটিকে গোলাপ এবং নীরবতার প্রতীক বানিয়েছি।’