মলয় দে,নদিয়া:- নাম তার ইনসান, অর্থাৎ মান এবং হুশ যুক্ত মানুষ। তার উপর দেশ হলো ভারত বর্ষ। এখানে এক বৃন্তে হিন্দু মুসলমান দুটি ফুল ফোটে।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস। শ্রাবণ মাসে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এখানে মহাদেবের মাথায় জল ঢালতে যান।
নদীয়ার নবদ্বীপ থেকে যারা জল নিয়ে শিব নিবাস এর উদ্দেশ্যে যাচ্ছেন তাদের তৃষ্ণা মেটাতে দেখা গেল ইনসান নামে এক ব্যক্তি ও তাদের বন্ধুদের।
তারা প্রত্যেকেই পাশাপাশি দোকানদার ইনসান শেখ চালান একটি গ্রিলের দোকান। অন্য ধর্মের মানুষ হয়েও অন্যান্য বছরের মতন এ বছরেও এই কাজে তিনি ব্রতী হয়েছেন।
তিনি জানান সব ধর্মই সমান। সবার উপরে মানুষ মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা না থাকলে কিছুই হবে না।
এটা সম্প্রীতির ভারত। বাংলাও তার ব্যতিক্রমী নয়। ঈদ দুর্গাপুজো সহ বিভিন্ন ধর্মীয় উপাচার এখন উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন তারাও যখন হজ করতে যান তখন অনেক হিন্দু ভাই তাদের সহযোগিতা করেন আশীর্বাদ এবং শুভকামনা জানান।
ঠিক তেমনি তাদের বিশ্বাস অনুযায়ী দেবাধিদেবের মাথায় জল ঢালতে যাওয়ার পূর্ণ অর্জনে যাওয়ার পথে, তৃষ্ণা ক্ষুধা নিবারণে ,
সামান্য কিছু প্রচেষ্টা। দীর্ঘ পথ অত্যন্ত কষ্ট করে তারা হেঁটে পৌঁছান, সে ক্ষেত্রে একটু সহযোগিতা করলে মনের তৃপ্তি হয়।
সব ধর্মতেই জীবের সেবা করার কথা বলা আছে। সেটাই সর্বশ্রেষ্ঠ মানব ধর্ম। ইনসানের বন্ধু বিশ্বজিত,মিলন বিশ্বাস,বিশালরা জানাচ্ছেন একসাথে কাজ করতে পারে খুব ভালো লাগছে।