উচ্চমাধ্যমিকে নজর কারা সাফল্য জলপাইগুড়ির ভূমিকার

স্টোরি,জলপাইগুড়ি

বাবার ছোট্ট চায়ের দোকান। উচ্চমাধ্যমিকে ভূমিকার নজর কারা সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় সহ গোটা গ্রাম।

পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে ভূমিকা।

জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের মধ্যে সেরা। এবারের উচ্চমাধ্যমিকে ভাল নাম্বার নিয়ে আসলো জলপাইগুড়ি সদব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার এলাকার ছাত্রী ভূমিকা রায় ।

তার মোট প্রাপ্ত নম্বর ৪৫৮, বাংলায় পেয়েছে ৭৫, ইংরেজিতে ৯১, ভূগোলে ৯৬, দর্শনে ৯৮, সংস্কৃতি ৯৮ নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে ৫৫ নম্বর।

ভূমিকার ইচ্ছে বড় হয়ে পুলিশ হবে। তাইতো কলেজে পড়াশোনার পাশাপাশি , এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে ।

ভূমিকা জানায় পড়াশোনা ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার।

অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায় । তিনি আমাদেরকে বলেন, মেয়ের ছোট থেকেই ভীষণ পড়াশোনা মেধা ।

আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না । কোনদিন সেভাবে বায় নাও করতো না ভূমিকা । কারণ সে যেত না বা যেতেও চাইত না ।

সবসময় শুধু পড়াশোনা করতো বাড়িতে । তিনি আরো বলেন স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে।

সেই দোকানের সামান্য উপার্জনে সংসার চালানোর পর, বাকি টাকায় মেয়েদের পড়াশোনার খরচা চালায় ।

অভাবের সংসারে ভূমিকা কে মাত্র তিনটি টিউশন দিতে পারি, সবগুলো সাবজেক্টে টিউশন দিলে হয়তো মেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারত ।