সি’পিএম ভেঙে বিজেপিতে যোগ উপপ্রধান ও তার স’মর্থকদের।

সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা ভোটের ঘন্টা বেজে গেছে।

প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা এখন নিজেদের জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে প্রচারে নেমেছে।

মানুষের কাছে নিজের প্রচার করতে নতুন নতুন পন্থা উদ্ভাবন করছে প্রতিটি রাজনৈতিক দল।

এই সবকিছুর মাঝেই লোকসভার নির্বাচনে আগে নদীয়ার ভীমপুরে সিপিএমের বড় ভাঙ্গন। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম উপপ্রধান বিশাল সংখ্যায় কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিজে যোগদান করেন।

আজ ভীমপুর এ বিজেপির একটি সভা ছিল আর সেই সভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সিপিএম সমর্থকদের নিয়ে সিপিএম ছেড়ে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির বিজেপিকে যোগদান করল।

বামপন্থী নেতা হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন বাপ্পাদিত্য বিশ্বাস। গত পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই এর জয় অর্জন করে ভীমপুর পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে নির্বাচিত হন বাপ্পাদিত্য।


তবে লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই বাপ্পাদিত্যর দলবদলের গুঞ্জন যেন এলাকার সর্বাংশে ছড়িয়ে পড়েছিল। এবার গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে যে তরুণ জ্যোতি তিওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বাপ্পাদিত্য।


প্রসঙ্গত উল্লেখ্য এই জনসভা থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রেকে চোর বলে আখ্যায়িত করে বিজেপি।

বিজেপিতে যোগদান সভায় মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবাড়ীর রানীমার হাত শক্ত করতেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান সভার আয়োজন।
নদীয়া থেকে মলয় দের রিপোর্ট।