T20 বিশ্বকাপে ভারতকে বাড়তি চাপে ফেলতে ফন্দি পাকিস্তানের!

আর কয়েক মাস পরেই জুন মাস থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যার জন্য বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেকটি ক্রিকেট বোর্ডে চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি।

আগামী ২রা জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ঘোষণা করবে প্রত্যেকটি দেশ নিজেদের স্কোয়ার্ড। যার জন্য প্রত্যেকটি ক্রিকেট বোর্ডই এখন তাদের প্লেয়ারদের বাজিয়ে দেখে নিচ্ছে।


বিশ্বকাপের আসরে ভারত বনাম পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ও আকর্ষণীয় ম্যাচ। তাই বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে এক একটি টিকিট।

এবার বিশ্বকাপে ভারতকে বাড়তি চাপে ফেলার চেষ্টায় পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে যে পাকিস্তানি বোলার প্রায় একাই ভারতকে নাজেহাল করে রেখেছিল তাকে ফের জাতীয় দলে আনার পরিকল্পনা চলছে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের।


পাকিস্তানের জাতীয় দলে সম্প্রতি যোগ দিয়েছেন মোহাম্মদ আমির। মোহাম্মদ আমিরকে ক্রিকেটপ্রেমীরা দুই ভাবে চেনেন। কেউ তাকে মনে রেখেছেন তার অসমান্য বোলিং দক্ষতার জন্য।

আবার কারোর কাছে তিনি প্রায় ছয় বছর আগে ম্যাচ গড়াপেটা করার অপরাধে শাস্তি ভোগী একজন প্লেয়ার যিনি মাত্র ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।


এবার অবসর ভেঙে ফের পাকিস্তানের জাতীয় দলে প্রবেশ করতে চলেছেন মোহাম্মদ আমির।
আগামী ১৮ই এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ৫টি ম্যাচের T20 সিরিজ। এই ম্যাচেই প্রত্যাবর্তন হচ্ছে মোঃ আমিরের।

বিশ্বকাপ শুরুর আগে আমিরকে একবার চূড়ান্ত পর্যালোচনা করতে চাই পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত বলে রাখা ভালো ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতীয় খেলোয়ারদের প্রায় একা হাতেই নাজেহাল করে রেখেছিলেন মোঃ আমির।