অঞ্জনা নদীবক্ষে সাঁতার

মলয় দে নদীয়া:-
অঞ্জনা নদী রক্ষার দাবিতে আজ সকালে অঞ্জনা নদীবক্ষে কৃষ্ণনগর শহরের উপকন্ঠে দোগাছি রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠিত হল ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা।


স্পোর্টস ভিলেজের সহায়তায়, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, জলঙ্গী নদী সমাজ, জেলা সাঁতার সংস্থা, যুক্তিবাদী সমিতি, কৃষ্ণনগর ঐকতান, মৎস্যজীবি সমবায় সমিতি ও কিশোর বাহিনী ছিল এই প্রতিযোগিতাটির সফল রূপায়ণের অংশীদার।


জেলার বিভিন্ন স্যুইমিং পুল থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুর্ধ ১২ বছর ও ১২ বছরের উর্ধে দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অজস্র মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয়।


রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। নদীর গান শোনান অধীন দাস বাউল।

বক্তব্যে অংশ নেন সব সংগঠনের প্রতিনিধিরাই। নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকারের মধ্যে দিয়ে শেষ হয় কর্মসূচি।