স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তের আকাশে অদ্ভুত আলো দেখে তুমুল হইচই নদিয়ায়,পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ

মলয় দে নদিয়া:-
১৫ই আগস্ট এর আগে নিরাপত্তার বেষ্টনীতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, এক অজানা অচেনা জিনিস গৃহস্হ বাড়িতে পড়ায় আতঙ্কে সৃষ্টি হলেও পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ

চলতি আগস্ট মাসে সমগ্র ভারতবাসীর কাছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ ।

কারণ এই অগাস্ট মাসের ১৫ তারিখ আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ২০০ বছরের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাধীনতা থেকে ভারত বর্ষ স্বাধীনতা লাভ করেছিল।

২০২৪ সালে আর কদিন পরেই আবারো সমগ্র দেশ উদযাপন করবে স্বাধীনতা দিবস।

তার আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হলো বিএসএফের পাহারা।

সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে পাহারা আগে থেকেই জোরালো ছিল সীমান্তবর্তী এলাকায়।

সেই নজরদারিতে আরো এক ধাপ কড়াকড়ি করল বিএসএফ। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে সৃষ্টি হল আতঙ্কের পরিবেশ।

সূত্রের খবর নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুর। যার পাশেই রয়েছে টুঙ্গী সীমান্ত।

গতকাল মধ্যরাতে এই গ্রামেই পাখির পাখনা র পালকের মত একটি জিনিস এক গৃহৎ উঠোনে এসে পড়ে। এরপরেই গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিএসএফকে।

বিএসএফের তরফ থেকে বলা হয় এতে আতঙ্কের কিছু নেই। সামনে ১৫ ই আগস্ট কোনরকম জঙ্গি অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের মধ্যে না ঘটে, তার জন্য বিএসএফ এক ধরনের বিশেষ লাইট ব্যবহার করছে।

যে লাইটের উজ্জ্বল আলোয় রাতের অন্ধকারেও কোন ব্যক্তি সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করলে তা স্পষ্ট চোখে পড়বে পাহারা রত বিএসএফ কর্মীদের।।

কোনভাবেই হওয়ার দাপটে এই লাইট দিকভ্রষ্ট হয়ে বাড়ির উঠোনে গিয়ে পড়ে। বিএসএফের আধিকারিকরা গ্রামবাসীদের কাছে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেন ।

তারা আরো আশ্বস্ত করেন কোন পরিস্থিতিতে ভয় পাওয়ার কোন কারণ নেই । সীমান্তবর্তী গ্রামবাসীদের পাশে রয়েছে কর্তব্যরত বিএসএফ সেনাবাহিনী ।

এই ঘটনায় আতঙ্কের কিছু নেই। বিএসএফের আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবার্তা পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা।