তুফানগঞ্জের নাটাবাড়িতে মহিলাকে অপমান

তুফানগঞ্জের নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলার সাথে অভ্যন্তরীণ বিবাদের জের ধরে তাকে চুলের মুঠি ধরে

অপমান করার অভিযোগে একজন কর্তব্যরত এএসআই-কে ক্লোজ করে দিয়েছে বিভাগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং মহিলার পক্ষ থেকে বিচার চেয়ে আন্দোলন শুরু হয়।

বিশেষ সূত্র আমার উপর জানা যায়,গত ৯ই মে পারিবারিক বিবাদের জের এক সালিশি সভায় ওই মহিলার সাথে মারধর করেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আলি।

এরপর মহিলা থানায় অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

আরো অভিযোগ, এরপরই প্রতিবাদে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় শুয়ে বসে পড়েন ওই নির্যাতিতা মহিলা ।

ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মীরা জোর করে তাকে রাস্তা থেকে তুলে গাড়িতে ওঠান।


এসময় অভিযোগ, কর্তব্যরত এএসআই ওই মহিলার চুলের মুঠি ধরে অপমান করেন।


এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।ঘটনার গুরুত্ব বিবেচনা করে ওই এএসআই-কে ক্লোজ করে দিয়েছে বিভাগ।


ওই এএসআই-এর বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে।