SSC মামলার রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেল।
যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল হয়েছে। এসএসসি মামলা রায়ের পর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে যারা এতদিন ছিলেন তাদের একাংশকে নাম না করে বিধলেন।
বললেন,”যারা আন্দোলনকারীদের সঙ্গে থেকে নামিদামি হয়েছে তারা গতকাল থেকে নিশ্চুপ।”
পর্ষদ সভাপতি আরো জানান,”এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রায় ১৫ শতাংশ শিক্ষক চলে যাবে। প্রায় ২৫ শতাংশ গ্রুপ সি শিক্ষা কর্মী বাদ যেতে পারেন এবং প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ গ্রুপ ডি কম কর্মী বাদ যেতে পারে।”
উল্লেখ্য হাইকোর্টের রায়ের পর গতকালই সাংবাদিক বৈঠকে বসেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
হাইকোর্টের রায়ের ফলে একজন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী যে কাজ হারাতে বসেছেন তাই নিয়ে উদ্বেগের সুর শোনা গেল তার গলায়।
পর্ষদের তরফে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,”স্কুল পরিচালনা করা, পঠন পাঠন ব্যবস্থা সবটাই দেখা বোঝা বোর্ডের দায়িত্ব স্কুলগুলো কিভাবে চলবে সেটা আমাদের নজর রাখতে হবে।”