টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ শুভমন গিল!!

ভারতে এখন পুরোদস্তুর আইপিএল খেলার মহড়া জমে উঠেছে। আর তারই মাঝে সবথেকে বড় আকর্ষণ এই মুহূর্তের আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ।


আর মাত্র এক মাসের অপেক্ষা, তারপরেই আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের শুরু হতে চলেছে ২০২৪ t20 বিশ্বকাপ।


২০২৪ এর এ বিশ্বকাপে ভারতীয় প্লেয়িং ১১ অনেকাংশে নির্ভর করবে চলতি আইপিএলের খেলোয়ারদের পারফরমেন্সের উপর।


ইতিমধ্যেই বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ তাদের পছন্দের 15 জনের নাম সহ কারা কারা মাঠে খেলবে তাদের নামও প্রকাশ্যে আনছে।

এমন এক প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞ মোঃ কাইফ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের খেলোয়ারদের নাম উল্লেখ করেছেন কিন্তু সেখানে অনেক জনপ্রিয় ক্রিকেটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না।

মোহাম্মদ এর লিস্ট এর নাম নেই রিঙ্কু সিং, শুভমন গিল, শ্রেয়াস আয়ার, ভুবনেশ্বর কুমার সহ অনেক নাম।
তার নির্ধারিত ১৫ জনের স্কোয়াডে রয়েছেন-


রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিশব পান্ত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, চাহাল, বুমরা, আশদীপ সিং ও মহম্মদ সিরাজ।