বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার সৌন্দর্য ও অভিনয়ে মুগ্ধ হাজারো দর্শক। কিন্তু প্রায়শই তার ভক্তরা আলোচনা করেন যে রেখার পরে তার এই বিপুল অর্থসম্পত্তির উত্তর অধিকারী কে হবে? কেননা তার স্বামী সন্তান নেই।
সূত্রের খবর অনুযায়ী রেখা তার বেশিরভাগ সময় কাটান নিজস্ব বাড়িতে এবং তার সঙ্গে তার সেক্রেটারি ফারজানাও থাকেন একই বাড়িতে। ফারজানা রেখার ছায়া সঙ্গী, নিজের মায়ের মতই আগলে রেখেছেন রেখাকে।
রেখার সঙ্গে কাজ করছেন প্রায় ৩২ বছর ধরে। তাদের মধ্যে এখন প্রফেশনাল নয় পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে।
শোনা যায় রেখার বেডরুমে অন্য কোন কর্মচারীর যাওয়ার অনুমতি না থাকলেও একমাত্র ফারজানার সেখানে অবাধ বিচরণ রয়েছে। যদিও এক সময় তাদের এই সম্পর্ক নিয়ে অনেক গুজব উঠেছিল, আঙুল তোলা হয়েছিল তাদের চরিত্রে। কিন্তু সেই সকল কু কথার উত্তরে নীরব ছিলেন রেখা ফারজানা দুজনেই।
সূত্রমতে রেখা তার সম্পদের একটি অংশ তার সেক্রেটারি ফারজানাকে এবং বাকিটা কোন চ্যারিটিতে দান করবেন। রেখার মতে তিনি সেই প্রতিষ্ঠানে দান করবেন যে সমাজের জন্য উল্লেখযোগ্য কাজ করে চলেছে। রেখা তার এই বিপুল অর্থ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মঙ্গলার্থে দিতে চান।
বর্তমানে রেখা প্রায় 40 মিলিয়ন ডলার সম্পত্তির মালকিন। তিনি ভবিষ্যতে এই সম্পত্তি কাকে দেবেন সেকথা নিয়ে নিজে প্রকাশ্যে কোন বিবৃতি দেননি। তবে গণমাধ্যমে নানান সময়ে নানান কথা শোনা যায়।