ভোটের মরশুম চলছে আর মোদী মমতার রেষারেষি হবে না এমনটা কি হতে পারে!!
বিগত কয়েক বছরের লোকসভা ও বিধানসভার নির্বাচনের মোদি মমতার সংঘাত হয়েছে। তাই সেই রে স ২০২৪ লোকসভা ভোটের প্রচারে দেখা যাচ্ছে।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মোদি অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর নামে এমন একটি মন্তব্য করলেন তারপর থেকেই মোদী মমতার সংঘাত নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে ২০২৪ লোকসভা ভোটের জন্য জোরদার প্রচার কার্য চালাচ্ছেন। তিনি তার লোকসভা প্রার্থীদের জন্য প্রচার করছেন।
এই প্রচারে গিয়ে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে বলেন যে তার সিনেমা জগতে যাওয়া উচিত। এ প্রসঙ্গ হিসেবে তিনি বলেছেন যে মোদি প্রচন্ড পরিমাণ আত্মপ্রচার করতে ভালোবাসেন তা সেই রেশন দেওয়ার মাধ্যমেই হোক বা কোরনার সময় একটা ইনজেকশন দেয়ার মাধ্যমে ই হোক।
তাছাড়াও তিনি কোচবিহারের বিজেপি প্রার্থীকে নিয়োগ বলেছেন। একটা নেতা কেমন হয় ?
যে দশটা পুলিশের গাড়ি নিয়ে কুড়িটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় তিনি আরো বলেন “আমি দুঃখিত যে প্রশাসনের সব থেকেও চুপচাপ থাকে।
কিসের ভয় নির্বাচন কমিশন সরিয়ে দেবে? তার থেকে এখনই দিল্লি চলে যান কে বারণ করেছে । আর নয়তো নীতিশের বাড়ি চলে যান তাহলে আর আইন-শৃঙ্খলাও সামলাতে হবে না”
সর্বশেষ তিনি বলেন কোচবিহারের আইন-শৃঙ্খলার যদি কোনরূপ সমস্যা হয় তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না তিনি উল্লেখ করেন সব পুলিশ খারাপ নয় তিন থেকে চার জন বাদ দিয়ে বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে।