হিন্দু শাস্ত্রমতে ধনের দেবী হিসাবে পূজিত হন মা লক্ষী।
তার পুজোর ধানগাছা ও রত্ন, শস্য এইসব জিনিসকে তার স্বরূপ হিসেবে বাড়িতে রাখা হয়। মা লক্ষ্মী কৃপা করলে অনেক অসাধ্য কাজও যেমন খুবই সহজে সম্পন্ন হয় তেমনি জীবনে কোনদিন অর্থাভাব হয় না।
তাই আজ চলুন জেনে নেওয়া যাক মানিব্যাগে কি রাখলে আপনার উপর সর্বদা কৃপা বজায় থাকবে দেবী মা লক্ষ্মীর।
সকলের মত হয়তো আপনিও চান যে আপনার কোনদিন যেন টাকার অভাব না পড়ে। জ্যোতিষ শাস্ত্রে এমন অনেকগুলি টোটকা রয়েছে যেগুলো মেনে চললে আপনি সর্বদাই মালোক্ষীর আশীর্বাদ পাবেন। আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত জিনিসগুলি আপনার মানি ব্যাগে রেখে দিতে হবে তাতেই আপনি অলৌকিক প্রতিকার পাবেন।
১) মানিব্যাগে এক টাকার কয়েন রাখুন:
আমরা সবাই জানি ভগবানের উদ্দেশ্যে এক টাকা দিলে তা ভগবান 100 গুন ফিরিয়ে দেন। তাই কোন এক শুভদিনে ভগবানের চরণে এক টাকা, এক সপ্তাহের জন্য রাখুন। তারপর কোন এক শুভ সময় সেই এক টাকার কয়েনটি আপনার মানি ব্যাগে রাখুন। এই টোটকা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির দোয়ার খুলে দেবে।
২) বট পাতা রাখুন:
শাস্ত্রমতে ভগবান বিষ্ণু বট পাতায় বসবাস করেন। বাস্তুশাস্ত্র অনুসারে গঙ্গাজল দিয়ে বট পাতা ধুয়ে তারপর তাতে শ্রী লিখে আপনার মানিব্যাগে রাখলে হাজারো বিপত্তি থেকে উদ্ধার পাওয়া যাবে। মনে রাখতে হবে পাতাটি এমন ভাবে রাখতে হবে যাতে কেউ দেখতে না পায়
৩) আপনার আরাধ্য দেব দেবীর ছবি রাখুন:
আপনার মানিব্যাগে আপনার প্রধান আরাধ্য দেবদেবীর ছবি রাখুন। তবে নিয়মিত প্রত্যেকদিন সেই ছবি একবার মানিব্যাগ থেকে বের করে আপনাকে দেখতে হবে। তাতেই সমস্ত দারিদ্রতা দূর করে সুখ আপনার পায়ে লুটিয়ে পড়বে।
৪) পুজোর ফুল রাখুন মানিব্যাগে:
আপনি যদি চান যে আপনার মানিব্যাগে অর্থ কোনদিনই কম না পড়ে তবে খুব ভোরে ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে তাকে দর্শন করুন। ভগবানের কাছে সম্পদ লাভের প্রার্থনা করুন। তারপর ভগবান বিষ্ণুর চরণে অর্পিত কিছু ফুল নিজের পার্সে রাখুন।
এখানে প্রদত্ত তথ্য গুলি শুধুমাত্র বাস্তুশাস্ত্র মতে অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। উল্লেখ্য যে এমন কোন ধরনের বিশ্বাস ও তথ্য কে আমরা সমর্থন করিনা। প্রদত্ত তথ্য বা অনুমান প্রয়োগ করার পূর্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের যথাপোযুক্ত পরামর্শ গ্রহণ করুন।