খ্যাতনামা মার্কিন সাময়িকি “টাইম” এর তৈরি বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
বিখ্যাত পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের ছোট মেয়ে আলিয়া। বলিউডে দক্ষ অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া, পাশাপাশি পা রেখেছেন হলিউডেও।
আলিয়া ভাটের প্রশংসা করে সাময়িকীতে ব্রিটিশ পরিচালক টম হার্পার লিখেছেন,”হট অফ স্টোন এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়।” এই সিনেমার মাধ্যমে হলিউডের হাতে খড়ি হয় আলিয়ার।
আলিয়ার সম্পর্কে টম আরও লিখেছেন যে আলিয়া জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলেন। তার কাজের একটি ধরন রয়েছে।
ভীষণ মনোযোগী আবার কখনও খুব মজার মানুষ তিনি। চরিত্রের প্রয়োজনে যেকোনো ঝুঁকি নিতে কুণ্ঠা বোধ করেন না আলিয়া। তিনি কেবলমাত্র বিশ্ব চলচ্চিত্র জগতের প্রতিভাবান অভিনেত্রী নন, এক দশকের বেশি সময় ধরে কৃতিত্বের সঙ্গে ভারতীয় সিনেমায় কাজ করে চলেছেন।
ইনস্টাগ্রাম পোস্ট এর মাধ্যমে নিজে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন আলিয়া তার সমর্থকদের সঙ্গে। তাকে নিয়ে লেখা সাময়িকিটির একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন “টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকার অংশ হতে পেরে তিনি সম্মানিত।” আর এত ভালোবাসা দিয়ে লেখার জন্য প্রিয় টম হার্পারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত প্রভাবশালী ব্যক্তির এই তালিকায় ভারতীয়দের মধ্যে আলিয়া ভাট ছাড়াও রয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অলিম্পিয়ান কুস্তিগীর সাক্ষী মালিক এবং অভিনেতা পরিচালক দেব প্যাটেল।