আর কয়েক মাস পরেই অপেক্ষার অবসান ঘটিয়ে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেট বোর্ড এর এখন একমাত্র মাথাব্যথা তাদের স্কোয়ার্ড নির্বাচন নিয়ে। বর্তমানে ভারতে চলছে আই পি এল টুর্নামেন্ট।
আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সমর্থকরা ইতিমধ্যেই বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে জল্পনা শুরু করেছেন। তবে এই উন্মাদনা কেবলমাত্র সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নেই।
বিবিধ ক্রিকেট বিশেষজ্ঞরাও নিজেদের পছন্দের একাদশ বেছে নিচ্ছেন। তাদের মধ্যে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বেছে নিলেন তার পছন্দের একাদশ ভারত বর্ষ থেকে।
গিলক্রিস্ট যে একাদশ নির্বাচন করেছেন তাতে উইকেট কিপার ব্যাটসম্যানের তালিকায় বাদ পড়েছেন দীনেশ কার্তিক, কে এল রাহুলের ন্যায়। তারকা খেলোয়াররা।
তার পছন্দের তালিকায় রয়েছে সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং ঋষভ পান্থ। চলতি আইপিএল টুর্নামেন্টে তিনজন খেলোয়াড়ই ব্যাট হাতে নিজেদের প্রমাণ করেছেন।
চোট দুর্ঘটনা এর জেরে দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে দূরে থাকা সত্ত্বেও ব্যাট হাতে কামাল করেছেন ঋষভ পান্থ। সম্প্রতি লখনৌ এর বিরুদ্ধে এক ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস।
অন্যদিকে ঈশান কিসান ব্যাট হাতে বিধ্বংসী রূপ নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান দলে তারই ঝুলিতেই রয়েছে সর্বাধিক রান। আবার সঞ্জু স্যামসন তিনিও কম যান না মাত্র ৬ ম্যাচে ২৫৬ রান করে সবাইকে অবাক করে দিয়েছেন।
তবে এই তিন প্রতিভাবান খেলোয়ারদের মধ্যে কাকে সবচেয়ে এগিয়ে রাখছেন গিলক্রিস্ট?
গিলক্রিস্ট এর কথায়,”আমি মনে করি ঋষভ পান্থকে অবশ্যই দলে রাখা উচিত। তাছাড়া তার সঙ্গে আমি সঞ্জু স্যামসন কেও দলে রাখতে চাই। নিঃসন্দেহে ঈশান কিষান এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে।
কিন্তু এদের মধ্যে আমি এগিয়ে রাখবো রিসবকে। এখনো যদি ওকে দলে না নেওয়া হয় তার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”
তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচন করা নির্বাচকদের কাছে যে যথেষ্টই জটিল কাজ তা অকপটে স্বীকার করেছেন গিলক্রিস্ট।