পূর্বে পর্ন র্যাকেটে অভিযুক্ত হয়ে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে জেল খাটতে হয়েছিল দীর্ঘ অনেকদিন।
এবার রাজ কুন্দ্রার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এবার তার বিরুদ্ধে আনা হয়েছে মানি লন্ডারিং কেস।
মুম্বাইয়ের জোনাল অফিসের তরফ থেকে জানানো হয়েছে ২০০২ সালের মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী রিপু সূদন কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার সমস্ত খবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে তারা যে ফ্ল্যাটে থাকেন সেই জুহুর ফ্ল্যাট সহ পুনের বাংলো, ইকুইটি শেয়ার ইত্যাদি।
সূত্রমতে খবর ইডির তদন্তে উঠে এসেছে যে রাজক কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টারমাইন্ড এবং গেইন বিট কয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের থেকে ২৮৫ টি বিটকয়েন পেয়েছিলেন।
টাকা তছরুপের কাণ্ডের জন্যই তার এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও গভীরে তদন্ত চলবে।